ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, মার্চ ২৮, ২০১৫
সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশগ্রহণকে ইতিবাচক।

সাঈদ খোকনের  একান্ত সচিব মো. হাবিবুল ইসলাম সুমন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।



শনিবার ( ২৮ মার্চ) দুপুরে ধানমণ্ডির ৩২ নম্বর রোডে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে খোকন বলেন, বিএনপি এ নির্বাচনে অংশ নিয়েছে। এখন জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে।  

তিনি বলেন, বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আমরা চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক। এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে এটাই আশা করছি।

সাঈদ খোকন বলেন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে চলমান নৈরাজ্য থেকে দেশ মুক্ত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে আমি সবার সমর্থন চাই। উনি (হাজী সেলিম) অসুস্থ হয়ে চিকিৎসা নিতে গেছেন। আমি উনার সুস্থতা কামনা করছি।

এসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।