ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধা বিএনপির প্রচার সম্পাদকের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, মার্চ ২৮, ২০১৫
গাইবান্ধা বিএনপির প্রচার সম্পাদকের ইন্তেকাল মমতাজুল ইসলাম

গাইবান্ধা: গাইবান্ধা জেলা বিএনপির প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম খামারী (৭২) আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মৃত্যু হয় তার।



তিনি জেলা শহরের বানিয়ারজান এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাদ এশা স্থানীয় গোরস্থান জামে মসজিদে প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু, সাবেক এমপি রুস্তম আলী মোল্লা, সাইফুল আলম সাজা, অধ্যক্ষ মোখলেছুর রহমান, অ্যাড. সেকেন্দার আযম আনাম, আব্দুল মান্নান মন্ডল, সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, মোর্শেদ হাবীব সোহেল, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল ইসলাম পাপুল, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, আলমগীর সাদুল্যা দুদু, শামসুল হাসান, শাহ আলম সরকার, মাহামুদুন্নবী টিটুল, আলহাজ্ব মোহাম্মদ আলী, মাযহারুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির, পৌর সভাপতি ফারুক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুন্নবী রিটু, কৃষকদল নেতা ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদল নেতা আতিক হাসান রনি, মহিলা দলের ঝর্না মান্নান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, মুক্তিযোদ্ধা দলের অ্যাড. আব্দুল মজিদ, শ্রমিক দলের আমিনুল ইসলাম ফকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।