ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়াকে শুভ বুদ্ধির উদয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক।
শনিবার (২৮ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল হক বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে না যাওয়াটা ছিলো বিএনপির মস্তবড় ভুল। আমার মনে হয় সিটি করপোরেশন নির্বাচনে যাওয়াটা তাদের সঠিক সিদ্ধান্ত।
এছাড়া আওয়ামী লীগ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভালো দুইজন প্রার্থী দিয়েছেন। তারা দুইজনই যোগ্য প্রার্থী। তিনি প্রার্থীদ্বয়ের প্রশংসা করেন।
বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে যাওয়া তাদের রাজনীতির জন্য ভালো বলেও মন্তব্য করেন রফিকুল হক।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫