ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

‘নির্বাচনে যাওয়া বিএনপির শুভ বুদ্ধির উদয়’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মার্চ ২৮, ২০১৫
‘নির্বাচনে যাওয়া বিএনপির শুভ বুদ্ধির উদয়’ ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়াকে শুভ বুদ্ধির উদয় বলে মন্তব্য  করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক।

শনিবার (২৮ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



রফিকুল হক বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে না যাওয়াটা ছিলো বিএনপির মস্তবড় ভুল।   আমার মনে হয় সিটি করপোরেশন নির্বাচনে যাওয়াটা তাদের সঠিক সিদ্ধান্ত।

এছাড়া আওয়ামী লীগ ঢাক‍া উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভ‍ালো দুইজন প্রার্থী দিয়েছেন। ত‍ারা দুইজনই যোগ্য প্রার্থী। তিনি প্রার্থীদ্বয়ের প্রশংসা করেন।
 
বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে যাওয়া তাদের রাজনীতির জন্য ভালো বলেও মন্তব্য করেন রফিকুল হক।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।