ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, মার্চ ২৯, ২০১৫
রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হেসেবে সারা দেশে গণগ্রেফতার, গুম, খুন, হত্যা ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কে মিছিলটি বের হয়।



এতে অংশ নেন ছাত্রদল নেতা সোলায়মান মিয়া, জাহিদ মিয়া, রাজন ভুইয়া, রিফাত মিয়া, রাকিব হাসান, মিরাজ মোল্লা, রাসেল মিয়া, সোহান মিয়া, বিজয় হোসেন, মোশারফ হোসেন, নবু মিয়া, কালাম মিয়া, হাবিবুল্লাহ, মাসুম মিয়া, মামুন মিয়া, মকবুল হোসেন, শাহ-আলম, সাইফুল মিয়া, নয়ন মিয়া, শাওন, তুহিন মিয়া, হিরো প্রমুখ।

মিছিল শেষে ভুলতা আমবাগানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান জালেম সরকার বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা, গ্রেফতারসহ বিভিন্নভাবে হয়রানি করছে। যা সহ্য সীমার ঊর্ধ্বে।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।