ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, মার্চ ২৯, ২০১৫
শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টার পর রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।



মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পেরেছে। আশা করি এ পরিবেশ অব্যাহত রাখার ব্যাপারে কমিশন কড়া নজরদারি করবে।

হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে নির্বাচনের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, তিনি আমার মুরুব্বি। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।