ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন সাঈদ খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, মার্চ ২৯, ২০১৫
মনোনয়নপত্র জমা দিলেন সাঈদ খোকন ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মীর সরোয়ার মোর্শেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।



মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আল্লাহর রহমতে নির্বাচনে জেতার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজীজ, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।