ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

ডিসিসি নির্বাচন

মনোনয়ন পত্র জমা দিলেন আবদুল আওয়াল মিন্টু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মার্চ ২৯, ২০১৫
মনোনয়ন পত্র জমা দিলেন আবদুল আওয়াল মিন্টু আবদুল ‍আওয়াল মিন্টু

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল ‍আওয়াল মিন্টু।

রোববার (২৯ মার্চ) দুপুর ৩টার দিকে রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে ছেলে তাফসিরুল আওয়াল মনোনয়ন পত্র জমা দেন।



মনোনয়ন পত্র জমা দিয়ে তাফসিরুল আওয়াল সাংবাদিকদের বলেন, যেহেতু তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সেহেতু তারপ্রতি অবশ্যই তার দোয়া রয়েছে। বিএনপি’র পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আমাদের আলোচনা হয়নি। আলোচনা করেই তারা ঠিক করবেন, বিএনপি নির্বাচনে যাবে কী যাবে না।

এসময় তিনি নির্বাচন কমিশনারের প্রতি লেভেল প্লেয়িং গ্রাউন্ড নিশ্চিত করার আহ্বান জানান।

প্রয়োজনে সেনাবাহিনী নামানোর কথাও বলেন তিনি।   

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।