ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

যারা অপরাধ করেছে তাদের গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, মার্চ ২৯, ২০১৫
যারা অপরাধ করেছে তাদের গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে মাহবুব-উল আলম হানিফ / ছবি: ফাইল ফটো

কুষ্টিয়া: যারা অপরাধ করেছে তাদের তো গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।



এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, সিটি নির্বাচন দলীয়ভাবে কারার সুযোগ নেই। অনেকেই মনোনয়ন পত্র গ্রহণ করেছে, জমাও দিয়েছে। দলগুলোও তাদের পছন্দের প্রার্থীদের সমর্থন দিচ্ছে।  

বিএনপি নেতারা গ্রেফতার আতঙ্কে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মানুষের নিরাপত্তা দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জনগণই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায়। যারা অপরাধ করেছে তাদের তো গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে।

তিনি আরো বলেন, বিএনপির অনেক নেতা তো নির্ভয়ে চলছে। তাদের মধ্যে তো গ্রেফতার আতঙ্ক নেই। নাশকতা বা মানুষ পুড়িয়ে হত্যা করার সঙ্গে সম্পৃক্ততা নেই বলেই তো তারা নির্ভয়ে চলাফেরা করতে পারছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।