ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

জোনায়েদ সাকি ও মাহী বি চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মার্চ ২৯, ২০১৫
জোনায়েদ সাকি ও মাহী বি চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল জোনায়েদ সাকি ও মহাসচিব মাহী বি চৌধুরী

ঢাকা: আসন্ন ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও বিকল্পধারার মহাসচিব মাহী বি চৌধুরী।

রোববার(২৯ মার্চ’২০১৫) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।



এ সময় জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, আশা করি নির্বাচন কমিশন তাদের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। এখন পর্যন্ত যে পরিবেশ বিরাজ করছে, তাতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি। কারণ নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করেনি।

মাহী বি চৌধুরী নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি অন্যরা দলীয়ভাবে অংশ নিচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের পর থেকে নির্বাচনের আসল কার্যক্রম শুরু হবে। তখনই বোঝা যাবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে কি-না।

মাহী বি চৌধুরী বলেন, আমি কোনো দলের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছিনা। ঢাকার তরুণদের পক্ষ থেকেই আমি এ নির্বাচনে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার সমর্থন প্রত্যাশা করি।

তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।

রোববার বিকেল পর্যন্ত ১৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র কিনেছিলেন মোট ৩০ জন।  

এদিনই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।  

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর/দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।