ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মার্চ ২৯, ২০১৫
ময়মনসিংহে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতীয় ছাত্র সমাজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ৠালি বের করেছে জেলা জাতীয় ছাত্র সমাজ।

রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের ফায়ার সার্ভিস রোডে সুন্দর মহলের সামনে থেকে এ র‌্যালি বের করা হয়।



জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ওয়াহিদ‍ুজ্জামান আরজু ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে এ র‌্যালিতে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির নেতা শরীফুল ইসলাম খোকন, শহীদুল ইসলাম স্বপন মন্ডল, প্রিন্স দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সুন্দর মহলের বাসার নিচ তলায় কেক কেটে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।