ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

আন্দোলন অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, মার্চ ২৯, ২০১৫
আন্দোলন অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান

ঢাকা: জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে ২০ দলীয় জোটের নেতৃত্বে আন্দোলন অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।



নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকা বাঞ্ছনীয় উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রার্থীর অবাধ চলাফেরা ও মিছিল সমাবেশে সমান সুযোগ দেওয়া অপরিহার্য।

কিন্তু সরকার পরিকল্পিতভাবে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।