ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

ফেনীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, মার্চ ২৯, ২০১৫
ফেনীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী শহরতলীর পাঁচগাছিয়া এলাকায় ছাত্রলীগের ৩ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধরা হলেন-ফেনী সদর উপজেলা ছাত্রলীগ ত্রাণ সম্পাদক রিয়াজ শিকদার (২৫), ছাত্রলীগ কর্মী মনজুর আহম্মদ (২৬) ও শহিদ (২৭)।



রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রিয়াজ, মনজুর ও শহিদ মোটরসাইকেলে পাচঁগাচিয়া বাজার এলাকা থেকে বিসিক শিল্প এলাকায় যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলটির গতিরোধ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। এতে তিনজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর  আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনী সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহা বাংলানিউজকে জানান, আহতদের বুকে, পিঠে গুলি বিদ্ধ হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুজ্জামান তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।