ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ২০ দলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, মার্চ ২৯, ২০১৫
বগুড়ায় ২০ দলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বগুড়ায় মিছিল ও পথসভা করেছে স্থানীয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।  

রোববার (২৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের রুপকথা হাউজিং এ সংক্ষিপ্ত পথসভা করেন নেতাকর্মীরা।

সভা শেষে মিছিল পিটিআই মোড়, মফিজ পাগলার মোড় হয়ে শেরপুর রোড গোহাইল রোড ঘুরে পুনরায় সুত্রাপুর রুপকথা হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, ডা: আফসারুল হাবিব রোজ, লাভলী রহমান, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হক এলডিপি নেতা নাজির হোসেন, জাগপা নেতা মোখলেছুর রহমান, জামায়াত ইসলামীর নেতা মাওলানা আব্দুল হামিদসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, সরকারের অনৈতিক কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস এতোটাই বেড়ে গেছে যে, সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সরকার গ্রেফতার করে অস্বীকার করছে। এর আগে প্রায় একইভাবে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ২০ দলীয় জোটের অনেক শীর্ষ স্থানীয় নেতাকে আটক ও গুম করেছে। অচিরেই আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।