ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

ব্লগার ওয়াশিকুর হত্যার বিচার দাবি ছাত্রফ্রন্টের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, মার্চ ৩১, ২০১৫
ব্লগার ওয়াশিকুর হত্যার বিচার দাবি ছাত্রফ্রন্টের

ঢাকা: ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একই সঙ্গে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।



মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনের সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টুর যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় খুনের এক মাস যেতে না যেতেই আবারও প্রায় একইভাবে খুন করা হলো ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। এ ঘটনায় দু’জন মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু অভিজিৎ হত্যার সঙ্গে জড়িতের এখনও হদিস মেলেনি।

দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে অভিযোগ করে ওই বিবৃতিতে তারা বলেন, এজন্যই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রকাশ্যে ব্লগার ওয়াশিকুর রহামান বাবুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত দুই মাদ্রাসা ছাত্রকে ঘটনার পরপরই আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।