ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

গাংনীতে ছাত্রদল নেতাকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, এপ্রিল ১, ২০১৫
গাংনীতে ছাত্রদল নেতাকে গলাকেটে হত্যা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গোয়ালগ্রামে হাসের আলী (৩৫) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চরগোয়ালগ্রামের কামারদাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

হাসের আলী চরগোয়ালগ্রামের গ্রাম বিএনপি নেতা সাদিমান হোসেনের ছেলে ও গাংনী উপজেলা ছাত্রদলের সহ সভাপতি।

হাসের আলীর বাবা সাদিমান হোসেন বাংলানিউজকে জানান, কামারদাড়া মাঠে জমিতে সার দিতে যাচ্ছিলেন হাসের আলী। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হাসের আলীকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার পাল বাংলানিউজকে জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাস হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।