ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

রংপুরে গ্রেফতার ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, এপ্রিল ৭, ২০১৫
রংপুরে গ্রেফতার ৫৮

রংপুর: নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে রংপুরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১০ (৮ ও ২) কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।



রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান,  অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-বিএনপির ১০ কর্মীসহ মোট ৫৮ জনকে গ্রেফতার করেছে।

বাকি ৪৮ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, খুনি, পলাতক আসামি ও চাঁদাবাজ রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।