ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

মুক্তি পেয়েই জেলগেট থেকে ফের আটক শামীমুর

সিনিয়র স্পেশাল করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, এপ্রিল ৭, ২০১৫
মুক্তি পেয়েই জেলগেট থেকে ফের আটক শামীমুর বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম

ঢাকা: বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম গাজীপুরের কাশিমপুর কারাগারের জেলগেট থেকে আটক হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে বের হলে তাকে আবারও আটক করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।



তিনি জানিয়েছেন, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী তাকে ফের ধরে নিয়ে গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট অবরোধ ডাকলে ১২ জানুয়ারি বিকেলে রাজধানীর ধানমন্ডি শংকর বাসস্ট্যান্ড থেকে শামীমুর রহমান শামীমকে গ্রেফতার করে পুলিশ। তাকে গাড়ি পোড়ানোর একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।