ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

সলঙ্গায় শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, এপ্রিল ৭, ২০১৫
সলঙ্গায় শিবির নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল রোড (সাংগঠনিক থানা শাখার) শাখা শিবিরের সভাপতি এরশাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের কুমাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের রুস্তম আলী আকন্দের ছেলে।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এরশাদুল ইসলামের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।