ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনে ফের পুলিশের অবস্থান, আটক ১৩

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, এপ্রিল ৮, ২০১৫
নয়াপল্টনে ফের পুলিশের অবস্থান, আটক ১৩ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছে পুলিশ।

বুধবার (০৮ এপ্রিল) সকালে কার্যালয়ের পূর্ব পাশে জল কামান, সাঁজোয়া যান এবং প্রিজন ভ্যানসহ পুলিশের উপস্থিতি দেখা যায়।



৫ জানুয়ারি ২০ দলের ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি সামনে রেখে গত ৩ জানুয়ারি নয়াপল্টন কার্যালয় থেকে কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

এর তিন মাস পর শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন মাস বন্ধ রাখার পর দলের সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে ঢোকেন।

এর আগেই শুক্রবার দুপুরে কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছিলো।

শাহীন বাংলানিউজকে বলেন, বুধবার সকাল থেকে কার্যালয়ের সামনে আবার পুলিশ অবস্থান নিলেও এখন পর্যন্ত নেতাকর্মীদের আসা-যাওয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি। তবে কার্যালয়ের পাশে থেকে অঙ্গ সংগঠনের প্রায় ১৩ জন কর্মীকে আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বাংলানিউজকে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং হরতালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৌশলগত কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে বিএনপি কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমএম/এনএইচএফ/এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।