ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপির ৫ কর্মীসহ গ্রেফতার ৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, এপ্রিল ৮, ২০১৫
সাতক্ষীরায় বিএনপির ৫ কর্মীসহ গ্রেফতার ৩২ ছবি : প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপির পাঁচ কর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার (০৮ এপ্রিল)  বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এদিকে, জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল সাতক্ষীরায় পালিত হচ্ছে না। সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, নাশকতা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।