ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

বক্তব্য দেওয়া থেকেও ‘বিরত’ থাকছেন সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, এপ্রিল ৮, ২০১৫
বক্তব্য দেওয়া থেকেও ‘বিরত’ থাকছেন সাঈদ খোকন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন এক নির্বাচনী পথসভায় বলেছেন, আমি নির্বাচনী আচরণবিধি মেনে এই সভায় বক্তব্য প্রদান থেকেও বিরত থাকছি।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিনি এ পথসভায় অংশ নেন।



মেয়রপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে এ পথসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সভায় নগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা সাঈদ খোকনের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিকেল সোয়া ৫টায় সমাবেশস্থলে আসেন সাঈদ খোকন। তিনি মঞ্চে উঠে কোনো ঘোষণা ছাড়াই মাইক হাতে নিয়ে বলেন, ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রিয় সাঈদ খোকন বলছি। আমাকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। তাই আচরণবিধি মেনে আমি এই সমাবেশে বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকলাম।

এরপর সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। তিনি বলেন, আচরণবিধি মেনেই এ সভা হচ্ছে। আমাদের প্রার্থী নিয়ম মেনে মঞ্চে ওঠেননি। নির্বাচনী কোনো কথাও বলেননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিসহ সব কিছুর পরিচালিত হয় এই ঢাকা থেকে। তাই পুরো জাতির জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির সন্ত্রাস-জঙ্গিবাদ দমনেও এ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ঢাকা শহর বিনির্মাণের একটি সাহসী, কর্মঠ ও সৃজনশীল মানুষ দরকার। আমরা এমন একজনকেই সমর্থন দিয়েছি।

আমরা সবাই মিলে কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিনয়ের সঙ্গে ভোট চাইব। সাঈদ খোকনকে নির্বাচিত করে শেখ হাসিনার গলায় মালা পরাতে চাই, যোগ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, প্রেডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী
শাওন এমপি প্রমুখ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসইউজে/আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।