ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

আব্বাসের জয়ে আশাবাদী আফরোজা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, এপ্রিল ৯, ২০১৫
আব্বাসের জয়ে আশাবাদী আফরোজা ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাসারে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে শান্তিনগরের টুইন টাওয়ার এলাকায় গণসংযোগ করার সময়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।



আফরোজা বলেন, আশা করি নির্বাচন কমিশন সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে যাতে নির্বাচন নিরপেক্ষ হয়।

শিগগিরই মির্জা আব্বাস ভোট চাইতে ভোটারদের কাছে আসবেন বলেও জানান আফরোজা।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
জেডএম/

** দ্বিতীয় দিনের মতো প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী
** দ্বিতীয় দিনেও প্রচারণায় নামবেন আফরোজা আব্বাস
** নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।