ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

আনিসুল হকের বিরুদ্ধে আনিসুজ্জামানের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, এপ্রিল ৯, ২০১৫
আনিসুল হকের বিরুদ্ধে আনিসুজ্জামানের অভিযোগ ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন।
 
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ছোট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


 
খোকন অভিযোগ করে বলেন, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) গুলশানে সংসদ সদস্য রহমত আলী ও প্রশাসনের সহায়তায় আনিসুল হক বিশাল গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারণ‍া চালিয়েছেন। বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় নির্বাচন কমিশন নির্দলীয় ঘোষণা দিলেও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি বলেন, টেলিভিশনে দেখেছি বিভিন্নভাবে আনিসুল হক আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। কমিশন প্রতিকার না করে লোক দেখানো কারণ দর্শাও নোটিশ দিয়েছে।
 
প্রার্থীরা ক্ষমতার জন্য যুদ্ধে নেমেছে। তা না হলে গাড়ি বহর থাকবে কেনো- এমন প্রশ্ন করেন খোকন। এ সময় আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
 
দলীয় প্রার্থীদের পেশা, শক্তি ও টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে আগামী ২৮ এপ্রিল নির্বাচনে অনিয়ম হবে।
 
খোকন অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রার্থীরা ১৭ হাজার বিলবোর্ড দিয়ে প্রচারণা চালিয়েছেন। বিল বোর্ড নামালেও মানুষের মনে তো বিলবোর্ড এঁকে দিয়েছেন। তিনি পোস্টার টানাতে চাইলেও রির্টানিং কর্মকর্তা নিষেধ করেছেন।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষমতাসীন দলের নেতারা ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
 
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে রঙিন পোস্টার ছাপানো যাবে না। নির্বাচনকে নিম্ন পর্যায়ে নামিয়ে এনেছেন। মন্ত্রী-এমপিরা নিয়ম ভাঙলেও ব্যবস্থা নিচ্ছে না ইসি।
 
বিএনপির সমর্থন বিষয়ে এক প্রশ্নের জবাবে খোকন বলেন, আমি শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়, বিএনপির রাজনীতিতে বিশ্বাসীদের সমর্থন চেয়েছি।
 
খোকন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। হয়ত দুই ভোটও পাব না। তবু পেশীশক্তির কাছে মাথা নত করব না। বিপুল ভোটে হারলেও ইতিহাস গড়ে যেতে চাই। আমাকে ভোট দেওয়ার কথা বলে দেশবাসীকে বিব্রত করতে চাই না। তবে অধিকার আদায়ে আমি লড়ে যাবো।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরইউ/এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।