ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন ইরান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, এপ্রিল ৯, ২০১৫
জামিনে মুক্তি পেলেন ইরান লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে ২টায় তিনি কাশিমপুর কারাগার থেকে থেকে বের হন।



দলের নেতাকর্মীরা বাংলানিউজকে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত মার্চ মাসের ২৯ তারিখ ইরানের জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

কারাগারের গেটে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা।

চলতি বছরের ১৫ জানুয়ারি পল্টনে লেবার পার্টি অফিসের সামনে থেকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।

চলতি বছর সরকার বিরোধী আন্দোলনের সময় পল্টন হাউজ বিল্ডিংয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।