ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি ৯৩ দিন অবরোধ-হরতাল ডেকে ব্যর্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, এপ্রিল ৯, ২০১৫
বিএনপি ৯৩ দিন অবরোধ-হরতাল ডেকে ব্যর্থ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গাজীপুর: সাধারণ মানুষের হরতালের প্রতি ভীতি কেটে গেছে। এখন আর কেউ এ ধরনের কর্মসূচিতে সমর্থন দেয় না।

তাই তো বিএনপি টানা ৯৩ দিন অবরোধ-হরতাল ডেকেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুরের টঙ্গীতে আই.আর.আই সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের তিন দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পিছু হটতে হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি ব্যর্থ হয়ে, জনসমর্থন না পেয়ে বাড়ি ফিরে গেছেন। বিলম্বে হলেও তিনি ভুল বুঝতে পেরেছেন, এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর তিনিই তো দীর্ঘদিন অবরোধ ডেকে সাধারণ মানুষকে হরতাল-অবরোধের ভীতি কাটিয়ে দিয়েছেন।

চুমকি বলেন, আগে হরতাল হলে সব দোকানপাটসহ বিভিন্ন যানবাহন বন্ধ করে দেওয়া হতো। বর্তমানে তা হয় না। এমনকি হরতালের মধ্যেও যানজটের সৃষ্টি হচ্ছে। জামায়াতের ডাকা দুই দিনের হরতাল তার জ্বলন্ত উদাহরণ।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম,  সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।