ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

দক্ষিণে আবদুস সালামসহ ৪ মেয়র প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, এপ্রিল ৯, ২০১৫
দক্ষিণে আবদুস সালামসহ ৪ মেয়র প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবদুস সালামের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়া হয়।

তার পক্ষে এ আবেদন জমা দেন তার নির্বাচনী সমর্থক ও প্রস্তাবক সেলিম ও মুনির।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নওয়াব উল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে এদিন সকালে ঢাকা দক্ষিণের আরও দুই মেয়রপ্রার্থী আবুল বাশার ও রিয়াজ উদ্দিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এছাড়া বুধবার (০৮ এপ্রিল) ইমতিয়াজ আলম নামে আরও এক দক্ষিণের মেয়রপ্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।