ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

দক্ষিণ সিটি নির্বাচন

ইলিশ পেয়েছেন খোকন, আব্বাস মগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, এপ্রিল ১০, ২০১৫
ইলিশ পেয়েছেন খোকন, আব্বাস মগ সাঈদ খোকন ও মির্জা আব্বাস

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ইলিশ প্রতীক এবং বিএনপি সমর্থিত মির্জা আব্বাস মগ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মহানগর নাট্য মঞ্চে স্থাপিত দক্ষিণের নির্বাচনী কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।



সেখানে উপস্থিত রয়েছেন, সাঈদ খোকন, সাংবাদিক মাহফুজ উল্লা, অ্যাডভোকেট সানা উল্লা মিয়াসহ অন্যান্য মেয়র ও কাউন্সিলন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তা মেহের সারওয়ার মোর্শেদ জানিয়েছেন, ইলিশ প্রতীকের জন্য একধিক প্রার্থী আবেদন করেছিলেন। পরবর্তীতে তারা আবেদন প্রত্যাহার করায় সাঈদ খোকনকেই ইলিশ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাক্ষণিক প্রতিক্রিয়ায় সাঈদ খোকন বলেন, আমার বাবাও মাছ প্রতীকে নির্বাচন করেছেন। এটা আমার আবেগের প্রতীক।

মির্জা আব্বাসের পক্ষে অ্যাডভোকেট সানা উল্লা মিয়া বলেন, মির্জা আব্বাসকে মগ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এটা শান্তির প্রতীক, জনগণের প্রতীক। এ প্রতীকেই জনগণের জয় হবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।