ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

রংপুরে ৩০ পেট্রোল বোমাসহ ২ শিবিরকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, এপ্রিল ১০, ২০১৫
রংপুরে ৩০ পেট্রোল বোমাসহ ২ শিবিরকর্মী গ্রেফতার

রংপুর: রংপুর কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় ৩০টি পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে মীরবাগ এলাকার গোল্ডেন টিউটোরিয়াল হোম নামে একটি কোচিং সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত দুই শিবির কর্মী হলেন- উপজেলার মীরবাগ চণ্ডিপুর এলাকার নুরুল হক (৩৬) এবং ধর্মেশ্বর এল‍াকার আজিজুল(২৭)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি দণ্ড কার্যকর হলে, এসব পেট্রোল বোমা দিয়ে তারা নাশকতা করতেন বলে জানান ওসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত ওই দুই শিবিরকর্মীকে কাউনিয়া থানায় জিঞ্জাসাবাদ করা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসবি/টিআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।