ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার বাড়ি ফেরা মানে গণতন্ত্রে ফেরা নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, এপ্রিল ১০, ২০১৫
খালেদার বাড়ি ফেরা মানে গণতন্ত্রে ফেরা নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: খালেদা জিয়ার বাড়ি ফেরা মানে গণতন্ত্রে ফেরা নয় এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার সর্মথন নিয়ে যারা নির্বাচনে ভোটে জেতার স্বপ্ন দেখছেন তারা ক্ষমতা পাগল, তারা গণতন্ত্রকে দোজখে পাঠিয়ে দিবেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



সিটি নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন অনুয়ায়ী সব প্রার্থীর জন্য সমান সুযোগ দিবে। কিন্তু আগুন সন্ত্রাসের দুর্ষ্কমের জন্য জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়ার সুযোগ আমাদের নেই।
 
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে মন্ত্রী বলেন, রায় চূড়ান্ত হয়ে গেছে, আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছে। শেষ একটা বিচারিক ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। সে কারণে কামারুজ্জামান সেই সুযোগটা পাচ্ছেন। সর্বশেষ সুযোগটা কার্যকরী হওয়ার পরেই কেবল প্রশাসন আদালতের নির্দেশ কার্যকর করতে পারে।

তিনি বলেন, এব্যাপারে প্রশাসন ও আদালতের মাঝখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। প্রশাসন আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে।
 
এসময় সার্কিট হাউসে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।