ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

কার্যালয় থেকে সরেছে পুলিশ, কোকোর মিলাদে আসছেন নেতারা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, এপ্রিল ১০, ২০১৫
কার্যালয় থেকে সরেছে পুলিশ, কোকোর মিলাদে আসছেন নেতারা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশের প্রিজনভ্যান ও পানি কামানের গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে এতোদিন সেখানে উপস্থিত টহল পুলিশও সরে গেছে।



শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর পুলিশসহ তাদের গাড়ি সিরিয়ে পল্টন থানার কাছাকাছি নেওয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলকে কেন্দ্র করে নেতাকর্মীরা কার্যালয়ে আসতে শুরু করেছেন। বিকেল ৫টায় কোকোর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে চলছে কোরআনখানি।

নয়াপল্টন কার্যালয় খুলে দেওয়ার পর কার্যালয়ের সামনে থেকে গত ৭ দিনে দলের ১২/১৪ জন নেতাকর্মীকে অটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি। তিনি বাংলানিউজকে বলেন, এজন্য তারা শঙ্কিত। তবে সব বাধা উপেক্ষা করে মিলাদে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।