ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

মির্জা আব্বাসকে প্রচারণায় নামার সুযোগ দেওয়ার আহ্বান স্ত্রীর

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, এপ্রিল ১১, ২০১৫
মির্জা আব্বাসকে প্রচারণায় নামার সুযোগ দেওয়ার আহ্বান স্ত্রীর ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভিন্ন মামলায় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় নামার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগর হাবিব কমিউনিটি সেন্টার থেকে (১১ এপ্রিল) চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে তিনি নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান।

এ সময়  তার সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে  সেগুনবাগিচা স্কুলের সামনে এক ব্ক্তব্যে তিনি অভিযোগ করেন, তাদের প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং তাদের নেতাকর্মীদের আটক করে হয়রানি করছে।

এ সময় সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন আফরোজা আব্বাস। জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কমিশনকে সব ধরনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

** দ্বিতীয় দিনের মতো প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী
** দ্বিতীয় দিনেও প্রচারণায় নামবেন আফরোজা আব্বাস
** নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএম/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।