ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

‘সিটি নির্বাচন সুষ্ঠু হলে ৩ মাস পর জাতীয় নির্বাচন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, এপ্রিল ১১, ২০১৫
‘সিটি নির্বাচন সুষ্ঠু হলে ৩ মাস পর জাতীয় নির্বাচন’

ঢাকা: তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে হলেই তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ‘আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের দুই বছর’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



এমাজ উদ্দিন আহমেদ বলেন, সিটি করপোরেশনের নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন হলে অহিংস আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে। এ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সিটি নির্বাচন সুষ্ঠু হলে জোর করে ক্ষমতায় টিকে থাকা সরকারের পায়ের তলার মাটি সরে যাবে মন্তব্য করে তিনি বলেন, এ কারণে তারা জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন হতে বাধা দেবে। কারণ তারা মানুষের ইচ্ছাকে ভয় পায়। তারা সব সময় চেষ্টা করে নির্বাচন না দিয়ে ক্ষমতায় আকড়ে থাকতে।

ঢাবি’র সাবেক এ উপাচার্য বলেন, সিটি নির্বাচনে জনগণের সুচিন্তিত রায় প্রয়োজন। তাদের মতামতের প্রতিফলন দরকার।

মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রাখার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আল্লাহর সুবিচার কখনো ব্যর্থ হয় না। তিনি নির্ধারিত সময়ে সঠিক বিচার করেন। দেশে মাহমুদুর রহমানের মতো সাহসী সন্তান পাওয়া খুবই কঠিন।

আমার দেশ পরিবার আয়োজিত সভায় পত্রিকাটির সাংবাদিকরা ছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক শফিক রেহমান, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ, ঢাবি শিক্ষক সুকোমল বডুয়াসহ বিএফইউজে, ডিইউজে নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসই/জেপি/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।