ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে মধুপুরে সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, এপ্রিল ২১, ২০১৫
খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে মধুপুরে সভা

মধুপুর (টাঙ্গাইল): বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সভা করেছে মধুপুর উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা।



প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রিন্স, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন ফকির।

বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র সরকার শহীদ, বিএনপি নেতা হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।