ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ফিরোজের পক্ষে গণসংযোগে সেলিম-খালিকুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, এপ্রিল ২২, ২০১৫
ফিরোজের পক্ষে গণসংযোগে সেলিম-খালিকুজ্জামান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সিপিবি-বাসদ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরাপুল বক্স কালভার্ট এলাকা থেকে তারা এ গণসংযোগ শুরু করেন।

এসময় বজলুর রশিদ ফিরোজকে দলের প্রার্থী পরিচয় দিয়ে টেবিল মার্কায় সমর্থন চ‍ান তারা।

মুজাহিদুল ইসলাম সেলিম বাংলানিউজকে বলেন, বুধবার রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, পুরানা পল্টন, সেগুনবাগিচা এবং তোপখানা রোড এলাকায় গণসংযোগ কর‍ার পরিকল্পনা রয়েছে।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
টিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।