ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

তাবিথের ভোট গুলশানের মানারত কলেজে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, এপ্রিল ২৭, ২০১৫
তাবিথের ভোট গুলশানের মানারত কলেজে

ঢাকা: উত্তরের তরুণ মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ভোট দেবেন গুলশান-২’র মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে।
 
তার মিডিয়া সেল কর্মকর্তা সোহেল বাংলানিউজকে জানান, খুব সকালেই নিজের ভোটটি দেবেন তাবিথ।

তার সঙ্গে মা নাসরিন আউয়াল, ছোট ভাই তাফসীর আউয়াল ও তাজোয়ার আউয়ালও ভোট দিতে যাবেন একই কেন্দ্রে।
 
তিনি জানান, তাবিথের স্ত্রী সওসান ইস্কান্দার ভোট দিতে পারছেন না। তবে এর কারণটি সোহেল জানাতে পারেননি।
 
সোহেল আরও জানান, নিজের ভোটটি দেওয়া হলেই নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরবেন তাবিথ আউয়াল।
 
২০ দল সমর্থিত এ প্রার্থী অবশ্য তাকে সমর্থনদাতা বিএনপি প্রধান খালেদা জিয়ার ভোট থেকেই বঞ্চিত হচ্ছেন। কারণ খালেদা জিয়া ক্যান্টনমেন্ট এলাকার ভোটার, সিটির ভোটার নন।
 
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।