ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

জেলগেট থেকে গ্রেফতারের নিন্দা বিএনপির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, এপ্রিল ১১, ২০১৫
জেলগেট থেকে গ্রেফতারের নিন্দা বিএনপির

ঢাকা: জামিনে মুক্তি পাওয়ার পর কাশিমপুর কারাগার ফটক থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে পুনরায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার বিএনপি’র সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়-অবৈধভাবে ক্ষমতাসীন বর্তমান সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।

মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ কারাগার থেকে জামিনে ছাড়া পাবার পরও পুনরায় তাকে জেলগেট থেকে গ্রেফতারের ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি’র বিবৃতিতে অবিলম্বে বেলাল আহমেদ এর মুক্তির জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।