ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

সাঈদ খোকনের ইশতেহার ঘোষণা রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, এপ্রিল ১১, ২০১৫
সাঈদ খোকনের ইশতেহার ঘোষণা রোববার মেয়রপ্রার্থী সাঈদ খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন রোববার (১২ এপ্রিল) তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

রোববার সকাল ১১টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।



শনিবার (১১ এপ্রিল) রাতে সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক কমিটির সদস্য মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এরপর বেলা ১২টায় মতিঝিল অফিস পাড়াসহ ১০, ১১, ১২নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন সাঈদ খোকন। বিকেল ৩টায় ধানমন্ডির ৩নং সড়কে মেরিয়ট কনভেনশন সেন্টারে ঢাকা-১০ সংসদীয় আসনের কর্মী সমাবেশে যোগদান করবেন।

এছাড়া বিকেল ৫টায় লালবাগ থানার ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।