ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

আ’লীগ নেতা আখতার হোসেনের মৃত্যুতে দুই এমপির শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫১, এপ্রিল ১৩, ২০১৫
আ’লীগ নেতা আখতার হোসেনের মৃত্যুতে দুই এমপির শোক মনোরঞ্জন শীল গোপাল ও খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আখতার হোসেন মুন্সীর (৫৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিনাজপুর-১ ও ২ আসনের সংসদ সদস্য (এমপি)।

রোববার (১২ এপ্রিল) রাতে পৃথক শোক বার্তায় তারা এ শোক জানান।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এ শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন।

শোক বার্তায় খালিদ মাহমুদ চৌধুরী ও মনোরঞ্জন শীল গোপাল বলেন, আখতার হোসেন মুন্সীর মৃত্যুতে দেশ একজন রাজনৈতিক ব্যক্তিকে হারালো, যা কোনোদিন পূরণ হবার নয়।
 
রোববার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতার হোসেন মুন্সী ইন্তেকাল করেন (ইন্না..... রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।