ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেটে শিবিরের ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, এপ্রিল ১৩, ২০১৫
সিলেটে শিবিরের ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর

সিলেট: জামায়াতের ডাকা হরতালের দিন ভোরে সিলেটে ঝটিকা মিছিল করেছে শিবির। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে।



সোমবার (১৩ এপ্রিল) সকালে নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাড়ে ৬টার দিকে একটি ঝটিকা মিছিল বের করে শিবির নেতা-কর্মীরা। এ সময় তারা ট্রাকসহ কয়েকটি অটোরিকশা ভাংচুর করে।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোর থেকেই নগরীর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাশকতা এড়াতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি করছে বলেও ওসি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এএএন/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।