ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর আগে পয়লা বৈশাখে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলা নববর্ষে দেশ আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মানুষ খুন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনা সবচেয়ে জঘন্য ঘটনা বলে উল্লেখ করে আন্দোলনের নামে এ ধরনের বর্বরতা যেন আর না ঘটে সে আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বুধবার (১৫ এপ্রিল) এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এএসআর