ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘ভোটারদের মাঝে যাচ্ছি, তাদের কথা শুনছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, এপ্রিল ১৫, ২০১৫
‘ভোটারদের মাঝে যাচ্ছি, তাদের কথা শুনছি’ আনিসুল হক

ঢাকা: প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণার নবম দিন বুধবার প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বুধবার (১৫ এপ্রিল)  সকাল ১১টায় বনশ্রী মডেল স্কুল থেকে প্রচারণা শুরু করেন তিনি।

 

স্বামীর জন্য ভোট চাইতে সঙ্গে রয়েছেন রুবানা হক। এছাড়া ছেলে নাভিদুল হক ও কন্যা তানিসা হক বাবার পক্ষে ভোট চাইছেন।  
 
বনশ্রী মডেল স্কুল মাঠে আনিসুল হক বলেন, প্রতিদিন নতুন এলাকায় যাচ্ছি নতুন করে মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। দিন যত যাচ্ছে ততই নির্বাচনী প্রচারণা উৎসব মুখর হচ্ছে। মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসছে। তাদের কথা শোনার চেষ্টা করছি।
 
তিনি বলেন, আমি প্রত্যেক ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি। নগরবাসীর অভিযোগ জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে তাদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
 
বুধবার সকাল থেকে শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত পূর্ব রামপুরা, কালিগঞ্জ, হাজীপাড়া, চৌধুরীপাড়া হয়ে মহানগর প্রজেক্ট এলাকায় ভোটারদের কাছে যাবেন আনিসুল হক। এরপর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবলীগের মিটিং এ অংশ নেবেন।   এরপর তেজগাঁও এলাকায় একটি পথসভার মাধ্যমে নবম দিনের প্রচারণা শেষ করবেন এ মেয়র প্রার্থী।
 
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএম/এসএন/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ