ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাসে একবার নাগরিক সংলাপ: মাহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, এপ্রিল ১৫, ২০১৫
মাসে একবার নাগরিক সংলাপ: মাহী ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: মেয়র নির্বাচিত হলে মাসে অন্তত একবার সর্বস্তরের নাগরিকদের নিয়ে সংলাপে বসবেন মাহী বদরুদ্দোজা চৌধুরী।  

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উত্তরের প্রার্থীদের নির্বাচনী সংলাপে তিনি এ কথা বলেন।



‘তারুণ্যের ভাবনায় ঢাকা’ শিরোনামে সিটি নির্বাচনে উত্তরের প্রার্থীদের মত বিনিময়ের আয়োজন করে ইউএনডিপি। এতে নিজেদের মতামতের পাশাপাশি উপস্থিত অন্যদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রার্থীরা।

মাহী বলেন, সবার প্রশ্ন শুনে মনে হচ্ছে, সেই প্রশ্নগুলোই আমাদের করছেন, যা সরকারকে করতে চান। আমি মেয়র হলে মাসে অন্তত একবার সর্বস্তরের নাগরিকদের নিয়ে সংলাপে বসবো, তাদের কথা শুনে তাদের মতের ভিত্তিতেই রাজধানীর উন্নয়ন করবো।

এ সময় তিনি বলেন, এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো, যেদিন আমি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে প্রার্থী হবো।

প্রতিবন্ধীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহী বলেন, প্রতিবন্ধীদের আলাদা করে দেখতে রাজি নই। তাদের আলাদা করে না দিয়ে, সবার সঙ্গেই তাদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করতে চাই।

সংলাপে অংশ নিয়েছেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী, জোনায়েদ সাকি, আবদুল্লাহ আল কাফী, আনিসুজ্জামান খোকন, শেখ শহীদুজ্জামান, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাদের চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/জেডএস

** গর্ভবতী নারী ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন দেবেন তাবিথ
** ‘নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাট’
** ঢ‍াকা উত্তরের মেয়র প্রার্থীদের সংলাপ চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ