ঢাকা: স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় সিসি (ক্লোজ সার্কিট) টিভি ক্যামেরা স্থাপন এবং কর্মসংস্থানের জন্য ওয়াইফাই জোন স্থাপনকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত মেয়র প্রার্থী শহীদুল ইসলাম।
বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
‘‘ক্লিন ঢাকা,গ্রিন ঢাকা’’ স্লোগানকে সামনে রেখে তিন পৃষ্ঠার ইশতেহারে তার ১৩টি প্রতিশ্রুতি রয়েছে। প্রতিশ্রুতিগুলো হলো, স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা, মেট্রোপলিটন সরকার গঠন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, হোল্ডিং ট্যাক্স কমিয়ে অন্যান্য খাত থেকে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্যে বুড়িগঙ্গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বস্তিবাসীদের নিবন্ধনের আওতায় আনা,পুনর্বাসন ছাড়া হকার-বস্তি উচ্ছেদ না করা, বস্তিবাসীর জন্য মৌলিক পরিষেবা নিশ্চিত করা এবং আবাসন প্রকল্প চালু করা।
এছাড়া হকারদের পুনর্বাসন ও ফুটপাত মুক্ত করা, নগরবাসীর জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধান, দুর্নীতি মোকাবেলা, ওয়াই-ফাই জোন স্থাপন করা, ভেজাল খাদ্য ও খাদ্যে বিষক্রিয়া রোধ, জবাবদিহিতামূলক সিটি করপোরেশন এবং বর্জ্য দ্বারা বিদ্যুৎ উৎপাদন।
শহীদুল ইসলাম ‘বাস’ প্রতীক নিয়ে এবারের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইশতেহার ঘোষণা অনু্ষ্ঠানে ছিলেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও মহানগরের সমন্বয়ক মীর হোসেন আকতার, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আকতার, প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাসদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিউদ্দিন মোল্লা সহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১৫,২০১৫
এলকে/হিমু/এসএন/আরআই