ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নানা অঙ্গীকারে ঢাকা দক্ষিণের মেয়র পদে মশিউর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, এপ্রিল ১৫, ২০১৫
নানা অঙ্গীকারে ঢাকা দক্ষিণের মেয়র পদে মশিউর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যানজট সমস্যা দূর করা, প্রতিটি ওয়ার্ডে মিনি হাসপাতাল, শিক্ষার মান উন্নয়নসহ ঢাকাকে তিলোত্তমা শহর হিসেবে গড়তে নতুন মুখের অঙ্গীকার নিয়ে দক্ষিণ থেকে ‘বাঘ মার্কায়’ মেয়র পদে দাঁড়িয়েছেন মশিউর রহমান। তিনি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক।



বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অঙ্গীকার করেন মশিউর রহমান।

২৮ এপ্রিলের সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক উন্নয়ন ফোরাম।

এতে জানানো হয়, ঊনসত্তরের গণঅভ্যুত্থানে মশিউর রহমান ছিলেন রাজপথের সৈনিক। আর এই যুগে এসে তিনি ঢাকাবাসীকে ঘুরে দাঁড়ানোর কথা বললেন। ঢাকা দক্ষিণে মেয়র হিসেবে কাজ করার সুযোগ চান।

মশিউর রহমান বলেন, আমাকে একবার সুযোগ দিলে ঢাকা সিটিকে সুন্দরতম সিটি হিসেবে গড়ে তুলবো। এ লক্ষে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার মান উন্নয়ন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ জনবল গড়ে তোলাসহ নানান উন্নয়নমূলক কাজ করবো।

তিনি বলেন, আমি স্লোগানে বিশ্বাসী নই। দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। এ জন্য বাঘ মার্কা নিয়ে ভোটে দাঁড়িয়েছি। ঢাকাবাসীর (দক্ষিণ) জন্য কাজ করে যেতে চাই।

নির্বাচনে না জিতলে পরবর্তী পদক্ষেপ কী হবে এমন প্রশ্নের উত্তরে মশিউর রহমান বলেন, আমি অবশ্য জনগণের সিদ্ধান্তকে মেনে নেবো। আর যিনি প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন, আমি তার কর্মসূচিগুলোর তদারকি করবো।  

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সদস্য খন্দকার মো. আলম, গাজী মো. বেল্লাল হোসেন, মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
জেডএফ/এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ