ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি আমি’ই জয়ী হবো।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের সিদ্ধেশ্বরী এলাকায় জনসংযোগ চলাকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, সিটি নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত তিন সিটিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো থানায় একটি মামলা বা সাধারণ ডায়েরি পর্যন্ত হয়নি। এটা পুরো এশিয়ার শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ দিতে পারেননি। এই অভিযোগ ভিত্তিহীন। আমি নির্বাচন কমিশনের নিয়ম-নীতি মেনেই সমস্ত কার্যক্রম চালাচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচনের পরে অনেক প্রার্থী’ই আর জনগণের খোঁজ রাখেন না। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঐতিহ্যগতভাবেই কয়েক যুগ ধরে আমার পরিবার ঢাকাবাসীর সুখ-দুঃখের অংশীদার। আমরা সর্বদা ঢাকাবাসীর জন্য নিবেদিত।
এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুন্সী কামরুজ্জামান কাজল, সংরক্ষিত ৫ আসনের (১৩, ১৯, ২০ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর প্রার্থী সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসইউজে/এসইউ/আরআই