ঢাকা: প্রাইভেটকারে সিএনজি (রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস) ব্যবহারের বিরোধী সিটি নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী জোনায়েদ সাকি। তার মতে, গণপরিবহনগুলো যদি সুবিধাজনক ও নিরাপদ করা যায়, বিত্তবানরাও সেগুলোতে চলাচল করবেন।
মেয়র নির্বাচিত হলে ‘মানবিক ঢাকা’ তৈরিতে যা যা করণীয় সবই করবেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উত্তরের প্রার্থীদের নির্বাচনী সংলাপে এসব কথা বলেন জোনায়েদ সাকি।
‘তারুণ্যের ভাবনায় ঢাকা’ শিরোনামে সিটি নির্বাচনে উত্তরের প্রার্থীদের মত বিনিময়ের আয়োজন করে ইউএনডিপি। এতে নিজেদের মতামতের পাশাপাশি উপস্থিত অন্যদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রার্থীরা।
সাকি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, নারীদের জন্য নিরাপদ ও প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক নগরী গড়বো আমরা। ঢাকা হবে একটি মানবিক শহর।
সাকি বলেন, রাজধানীতে বাইসাইকেলের ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে। সবাই প্রাইভেটকারে চড়বেন, এমনটি চিন্তা করা উচিৎ নয়। নির্বাচন সামনে রেখে এমন কথা বলা ঝুঁকিপূর্ণ। তবু বলতে চাই, প্রাইভেটকারে সিএনজি ব্যবহার ঠিক
নয়। গণপরিবহন সুবিধাজনক হলে বিত্তবানরাও সেগুলো ব্যবহার করবেন। সেভাবেই কাজ করতে হবে।
সংলাপে অংশ নিয়েছেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী, জোনায়েদ সাকি, আবদুল্লাহ আল কাফী, আনিসুজ্জামান খোকন, শেখ শহীদুজ্জামান, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাদের চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা প্রমুখ।
সংলাপ পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রোবায়েত ফেরদৌস।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/জেডএস
** মাসে একবার নাগরিক সংলাপ: মাহী
** গর্ভবতী নারী ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন দেবেন তাবিথ
** ‘নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাট’
** ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের সংলাপ চলছে