ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ আফরোজার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, এপ্রিল ১৫, ২০১৫
প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ আফরোজার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় পলাশী বাজারে নির্বাচনী প্রচারণা  চালানোর সময় তিনি এ অভিযোগ করেন।



এ সময় আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

এছাড়া পুলিশি হয়রানির উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দায়ের ও তাদের জামিন না দেওয়ায় মাঠে নামতে পারছেন না নেতাকর্মীরা। পুলিশী হয়রানির ভয়ে অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না।  

সিটি করপোরেশন নির্বাচনকে নিরপেক্ষ করতে ইসি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।   

সকাল থেকেই পলাশী বাজার থেকে শুরু করে আজিমপুর কলোনি, শাহসাহেব রোড, লালবাগ, কামরাঙ্গিরচর বড়গ্রাম এলাকায় প্রচারণা চালান তিনি। বাসা বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করে স্বামীর পক্ষে ভোট চান আফরোজা। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এমএম/এসএন/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ