ঢাকা : ‘যানজট মুক্ত তিলোত্তমা ঢাকা’ গড়ার অঙ্গীকার করে ১৮ দফার ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টি সমর্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহম্মেদ বাবুল।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ ইশতেহার ঘোষণা করেন চরকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো বাবুল।
ঘোষিত ইশতেহারে বাবুল বলেন, শহরবাসীর স্বস্তি ও শান্তির নিঃশ্বাস ফিরিয়ে দিতে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমাদের শক্তি, সাহস ও ভরসা পল্লীবন্ধু এরশাদের নীতি, আদর্শ, অভিজ্ঞতা। তার পরামর্শক্রমে ঢাকাকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে চাই। তাই পল্লীবন্ধু এরশাদের সমর্থন ও আশীর্বাদপুষ্ট মেয়র প্রার্থী হিসেবে আমি এবং আমাদের অনুগামী কাউন্সিলর প্রার্থীগণের পক্ষ থেকে আমরা যৌথভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি।
জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহউদ্দিন বাবুলের অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, রাজধানী ঢাকাকে যানজট মুক্ত রাখা, ঢাকাবাসীর জন্য নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, ঢাকাকে মশা ও মাছি মুক্ত রাখা, আইল্যান্ডসমূহে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ ঢাকা গড়া, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা, জলাবদ্ধতা নিরসণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা, তুরাগ নদী দূষণমুক্ত করা, গণ পরিবহণ ব্যবস্থা উন্নত ও আরাপ্রদ করা, আয়ের নতুন খাত বের করে আয় বৃদ্ধি করা,ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ করা, ভবঘুরে পুনবার্সন ব্যবস্থা গ্রহণ করে রাজাধানীকে ভিক্ষুকমুক্ত রাখা, ব্যস্ততম রাস্তাসমূহের উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ, রাজধানী ঢাকাকে সকল সময়ের জন্য হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য জনমত গঠন করে আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ, রাজনৈতিক সভা-সমাবেশের জন্য সুনির্দিষ্ট মাঠ ও জায়গা নির্ধারণ করা প্রভৃতি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএম/আরআই
** নির্বাচনের দিন সেনাবাহিনী চাই