ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘তারেকের বিরুদ্ধে রেড অ্যালার্ট অপপ্রচার’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, এপ্রিল ১৫, ২০১৫
‘তারেকের বিরুদ্ধে রেড অ্যালার্ট অপপ্রচার’ ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট  জারির বিষয়টি অপপ্রচার ও মিথ্যা বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার  (১৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।



সংবাদ সম্মেলনে রিপন বলেন, ইন্টারপোল রেড অ্যালার্ট  জারি করে না। তারা সদস্য দেশের দেওয়া তথ্য প্রকাশ করে। তাই এদেশ থেকে যে তথ্য পাঠানো হয়েছে তা প্রকাশ করেছে মাত্র।   এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী বলেছেন ইন্টারপোলের মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই রেড অ্যালার্ট মন্ত্রীদের বক্তব্যের বহিঃপ্রকাশ। এটি  একটি নাটক।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। সরকারের কোনো অপচেষ্টা সফল হবে না।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান পলাতক নন,  তিনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। তিনি এমন দেশে রয়েছেন যে দেশ  আইনের শাসনে বিশ্বাসী এবং মানুষের অধিকারের প্রতি সচেতন।

রিপন আরও বলেন, তারেক রহমান ও জয় সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালানো ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে না।   জয় রাজনীতিতে এসেছেন তাকে সাধুবাদ জানাই। তারেক রহমানও নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। সেটা কোনো চাপিয়ে দেওয়া পদ নয়। কাউন্সিলেই নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচন কমিশনকে অতীতের ব্যর্থতা দূর করে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়ে রিপন বলেন, ভোটারদের মধ্যে ভয়ভীতি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন না। তাই ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই ব্যবস্থা করুন।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নিয়ে গেছে পুলিশ।   একই সঙ্গে ছাত্রলীগ নেতা শিশির অস্ত্র উঁচিয়ে আব্বাসের কর্মীদের ভয় দেখিয়েছেন। অথচ ইসি তার কোনো ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, আইন বিষয়ক সহ-সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ-দফতর
সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম  সহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এমএম/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ