ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনের দিন সেনাবাহিনী চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, এপ্রিল ১৫, ২০১৫
নির্বাচনের দিন সেনাবাহিনী চাই ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভোটের দিন সেনাবাহিনী নামানোর প্রস্তাব করেছেন জাতীয় পার্টি সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী বাহাউদ্দিন আহম্মেদ বাবুল। তিনি বলেন, ‘অন্তত নির্বাচনের দিন সেনাবাহিনী চাই’।


 
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল এ প্রস্তাব দেন।
 
বাবুল বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোনো বাধা আসেনি। তবে নির্বাচন কমিশনের কথা ও কাজের মিল চাই।
 
বর্তমানে নির্বাচনের সুন্দর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের দিন সেনাবাহিনী চাচ্ছি। এতে সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠুতার স্বার্থে আমরা যারা ভোট কেন্দ্রে যাবো এবং বাসায় ফিরবো এ সময় যেন নিরাপত্তা বোধ করতে পারি সেজন্যই সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি।
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ